ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (Wide Area Network) যার সর্ট ফর্ম হলো, WAN (ওয়ান)। পাশাপাশি দুটি দেশ নিয়ে যে নেটওয়ার্ক সিস্টেম গঠিত হয়, তাকেই ওয়াইড এরিয়া (Wide Area Network) বলা হয়।
এই টাইপের নেটওয়ার্ক সিস্টেমে ডাটা ট্রান্সফার স্প্রিড সাধারণত, ৫৬ কেবিপিএস থেকে ১.৫৪৪ এম্বিপিএস পর্যন্ত হয়ে থাকে।
ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সিস্টেম সেটাপ করা একটু জটিল, আর এই টাইপের নেটওয়ার্ক সিস্টেম সাধারণত ভৌগলিক কয়েকটি এলাকা নিয়ে গঠিত হয়, অর্থাৎ পাশাপাশি দুই দেশের মধ্যে এই সিস্টেমে নেটওয়ার্ক সেটাপ কর হয়।
Wide Area Network সিস্টেমে ব্যবহৃত ডিভাইস বাঁ কম্পোনেন্ট গুলো, রাউটার মডেম, ওয়ান সুইজ ইত্যাদি।
ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টের জন্য। শুভেচ্ছা নিরন্তর…