আজকের আর্টিকেলের টপিক – KGR কিওয়ার্ড কি? আপনার নতুন নীশ সাইটের জন্য কেন KGR কিয়ার্ড বেস্ট অপশন? আসুন বিস্তারিত জানার চেষ্টা করি।
ব্লগ পড়তে ইচ্ছে না হলে টিউটোরিয়াল দেখেও জেনে নিতে পারেন
KGR (Keyword Golden Ratio) বলতে এমন কিওয়ার্ড কে বুঝানো হয়, যেই কিওয়ার্ড দিয়ে আপনি খুব সহজেই শুধু মাত্র অন পেইজ এসইও করে গুগলের প্রথম পেইজে রেঙ্ক এ চলে আসতে পারবেন।
এই KGR কিয়ার্ড সর্বপ্রথমে জিনি বের করেন, তার নাম হলো – Niche Site Project এর CEO Doug Cunnington.
KGR কিওয়ার্ডের ব্যাপার টি আপনি কিভাবে কল্পনা করছেন জানিনা। তবে এটাই সত্যি KGR কিওয়ার্ড দিয়ে আপনি সত্যিই গুগলের প্রথম পেইজে চলে আসতে পারবেন, শুধু মাত্র অন পেইজ এসইও করেই।
KGR কিওয়ার্ড কি ১০০% কাজ করে?
তবে এই ক্ষেত্রে ১০০% গেরান্টি দেওয়া ঠিক হবেনা। ৮০-৯০% ক্ষেত্রে এটি সঠিকভাবে কাজ করে। এই কিওয়ার্ডকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য আপনাকে অবশ্যই ভালো মানের আর্টিকেল লিখতেই হবে।
আপনি শুধু মাত্র KGR কিওয়ার্ডের উপর ভরসা করলে চলবেনা, সাথে ভালো মানের কনটেন্টের উপর নজর দিতে হবে এবং এর সাথে অন পেইজ এসইও সঠিক ভাবে এপ্লাই করলে ৮০-৯০% সম্ভবনা আছে, আপনার ব্লগ টি গুগলের প্রথম পেইজে চলে আসার।
আমি KGR কিওয়ার্ড এর সাথে ভালো মানের কনটেন্ট এবং অন পেইজ এসইও করে গুগলের প্রথম পেইজে প্রায় অনেক গুলো কিওয়ার্ড রেঙ্ক এ আনতে সক্ষম হয়েছি। আমি যেহেতু পেরেছি, আপনিও পারবেন, শুধু কাজটা সঠিক ভাবে করতে হবে।
কিভাবে বুঝবেন একটি কিওয়ার্ড KGR?
এতক্ষণ KGR নিয়ে অনেক কিছুই বললাম, বাট কিভাবে এই কিওয়ার্ড খুঁজে বের করবেন সেটা নিয়ে কিছুই বলিনি, আসুন এবার জেনে নেই, আমরা কিভাবে KGR কিওয়ার্ড খুঁজে বের করতে পারি।
KGR কিওয়ার্ড বের করতে হলে আপনাকে একটি ফর্মুলা ফলো করে আগাতে হবে-
প্রথম ফর্মুলাঃ
প্রথমে আপনাকে এমন একটি কিওয়ার্ড বের করে নিতে হবে, যেটির মাসিক সার্চ ভলিওম ২৫০ এর কম। এর মানে মাসিক সার্চ ভলিউম ২৫০ এর বেশি হলে সেই কিওয়ার্ড টি KGR এর প্রথম শর্ত ফিলাপ করবেনা।
মাসিক সার্চ ভলিউম জানার জন্য আমি Keyword Everywhere Chrome এক্সটেনশন টি ব্যবহার করে থাকি, কারন এটির ডাটা Google Keyword Planner এর সাথে অনেকটাই মিল থাকে।
দ্বিতীয় ফর্মুলাঃ
এরপর আপনাকে গুগলের সার্চ বক্সে টাইপ করতে হবে – allintitle: “Your Keyword” লিখে সার্চ করবেন।
আমি ধরে নিচ্ছি আপনার আপনার কিওয়ার্ড – how to reel in a fly rod. এবার আপনি Google এর সার্চ বক্সে লিখুন – allintitle: how to reel in a fly rod. এবার একটু লক্ষ করে দেখুন Google আপনাকে কত গুলো রেজাল্ট দেখাচ্ছে।
তৃতীয় এবং ফাইনাল ফর্মুলাঃ
এখন আপনাকে একটা ভাগ অংক করতে হবে। আপনার ভাগ অংকটি হবে এমনঃ (allintitle:”Your Keyword” লিখে যতগুলো সার্চ রেজাল্ট Google থেকে পেয়েছেন, সেটা)/আপনার কিওয়ার্ডের মাসিক সার্চ ভলিউম।
এবার দেখুন ভাগফলের রেজাল্ট যদি 0.25 এর নিচে চলে আসে, তাহলে আপনার কিওয়ার্ড টি KGR ফর্মুলা মানবে।
আমি এবার একটি প্যাকটিকেল উদাহারণ দিয়ে বুঝাচ্ছিঃ
আমি একটি কিওয়ার্ড নিলাম – how to reel in a fly rod. এটির মাসিক সার্চ ভলিউম ২০, যা আমাদের প্রথম ফর্মুলা মানছে।
এবারা আমি allintitle: how to reel in a fly rod লিখে গুগলে সার্চ করি। রেজাল্ট শো করছে ৮।
এবার আমাদের লাস্ট ফর্মুলা, মানে ভাগ অংক টা করে দেখতে হবে রেজাল্ট কি আসে। আমাদের ভাগ অংকের ফর্মুলা ছিল – (allintitle:”Your Keyword” লিখে যতগুলো সার্চ রেজাল্ট পাবেন, সেটা)/কিওয়ার্ডের মাসিক সার্চ ভলিউম।
তাহলে অংক টা হবে এমন – ২/২০ = ০.১ যা আমাদের KGR ফর্মুলা কে সমর্থন করে, মানে এই কিওয়ার্ড টি একটি KGR কিওয়ার্ড।
এখন যদি আমি এই কিওয়ার্ড নিয়ে খুব ভাল মানের একটি আর্টিকেল লিখে এই নীশ রিলেটেড একটি সাইটে অন পেইজ এসইও করে পাবলিশ করি, তাহলে এই কিওয়ার্ড Google এর প্রথম পেইজে খুব অল্পতেই রেঙ্ক হয়ে যাওয়ার কথা।
আশাকরি বুঝতে পেরেছেন, কিভাবে একটি KGR কিওয়ার্ড বের করতে হয়।
শেষ কিছু কথা
KGR কিওয়ার্ড কি? এই টপিকে আর্টিকেল টি আজকের মত এখানেই শেষ করলাম। আমার আর্টিকেল টি যদি আপনার বিন্দু মাত্র উপাকারে আশে, তাহলে প্লিজ আর্টিকেল টি শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত শেয়ার করবেন।
এবং অবশ্যই কোণ ধরণের প্রশ্ন থাকলে কমেন্ট বক্স এবং আমার ফেসবুক প্রোফাইলে আমাকে নক দিবেন। ধন্যবাদ!